মন্তব্য
এবার আবারও বলিউডের টিকিট পেয়েছেন টলিউডের সম্ভাবনাময়ী সুন্দরী চিত্রনায়িকা দর্শনা বণিক।
‘বুন্দি রায়তা’ শিরোনামের সিনেমাতে অভিনয় করবেন দর্শনা। এতে তার সঙ্গে থাকবেন রাজেশ শর্মা, নীরজ সুদ, নরেশ বহেরাসহ অনেকেই।
তিনি জানান, ‘বুন্দি রায়তা’ সিনেমায় পাঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয় করবেন দর্শনা। তার চরিত্রের নাম ববি।