মন্তব্য
ইনস্টাগ্রামে ১৯ এবং ১৭ বছরের দুটি ছবি শেয়ার করেছেন ‘দেশি গার্ল’ থেকে ‘আন্তর্জাতিক আইকন’ হওয়া বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
একটিতে সাদা বিকিনি ও ট্রাউজার পরা দেখা গেছে। অন্যটিতে বেলবটম জিন্স ও ডেনিম জ্যাকেটে সঙ্গে হাই হিল পরা। ক্যাপশনে লেখা, ‘সব ১৭ বছরে!’
হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘আনফিনিশড’। যা প্রিয়াঙ্কার আত্মজীবনীর নাম। ১৭ এবং ১৯ বছরের বিভিন্ন স্মৃতিচারণ করেছেন তিনি তার আত্মজীবনীতে।