অতীতে ফিরলেন প্রিয়াঙ্কা

১৬ এপ্রিল ২০২১

ইনস্টাগ্রামে ১৯ এবং ১৭ বছরের দুটি ছবি শেয়ার করেছেন ‘দেশি গার্ল’ থেকে ‘আন্তর্জাতিক আইকন’ হওয়া বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

একটিতে সাদা বিকিনি ও ট্রাউজার পরা দেখা গেছে। অন্যটিতে বেলবটম জিন্স ও ডেনিম জ্যাকেটে সঙ্গে হাই হিল পরা। ক্যাপশনে লেখা, ‘সব ১৭ বছরে!’

হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘আনফিনিশড’। যা প্রিয়াঙ্কার আত্মজীবনীর নাম। ১৭ এবং ১৯ বছরের বিভিন্ন স্মৃতিচারণ করেছেন তিনি তার আত্মজীবনীতে। 


মন্তব্য
জেলার খবর