সৌদির জাজান বিশ্ববিদ্যালয়ে আগুন

১৬ এপ্রিল ২০২১

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের জাজান বন্দরনগরীর জাজান বিশ্ববিদ্যালয়ে আগুন লাগার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর রাতে হুথিদের ড্রোন ও মিসাইল হামলা প্রতিহত করার চেষ্টা করে সৌদি পাল্টা আক্রমণ চালায়। এ সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সৌদি জোটের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ড্রোন ও মিসাইল হামলা প্রতিহত করার জন্য পাল্টা হামলায় সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে জাজান বিশ্ববিদ্যালয়ের মাঠে এসে পড়লে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ।

ইউএনবি


মন্তব্য
জেলার খবর