তৈরি হচ্ছে করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন

১৬ এপ্রিল ২০২১

করোনা খুব তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যাবে বলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এ রকম আভাস দিয়েছেন। তাই স্থানীয় সরকার বিভাগের অধীনের বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ড চলমান রাখতে একটি করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ গাইডলাইনে করোনা মোকাবিলা করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বিশেষ করে ইনকাম জেনারেটিং এবং উৎপাদনশীল কার্যক্রম কীভাবে অব্যাহত রাখা যায়, তার পরিকল্পনা  সন্নিবেশিত থাকবে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দেশের সব সিটি করপোরেশনের মেয়র এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। চলমান করোনা সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে এ সভা হয়।  স্থানীয় সরকার বিভাগের অধীন সব প্রতিষ্ঠান বলতে সিটি করপোরেশন, এলজিইডি, ডিপিএইচই, ওয়াসা, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কথা বলেছেন মন্ত্রী তাজুল ইসলাম।

মন্ত্রী তাজুল ইসলাম আরও বলেন, দেশের যে কোনো দুর্যোগ-দুর্দিন ও দুঃসময়ে সাধারণ মানুষ তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশে পায়। জনপ্রতিনিধিদের সঙ্গে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের নিবিড় সম্পর্ক ও যোগাযোগ থাকে। জনপ্রতিনিধিরাই পারে সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে যে কোনো প্রতিকুল পরিস্থিতি মোকাবিলা করতে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর