মন্তব্য
করোনার বিস্তার রোধকল্পে সাতদিনের জন্য সরকার আরোপিত বিধিনিষেধের মেয়াদকালে ন্যায্যমূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় খাদ্য মন্ত্রণালয়। স্বল্প আয়ের মানুষের জন্য দেশের বিভাগীয় ও জেলা শহরে ওএমএস’র চাল ও আটা বিক্রয় করছে খাদ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহের ছয় দিনই এ কার্যক্রম চলমান থাকবে। ৭১৫ জন ওএমএস ডিলারের মাধ্যমে ৭১৫টি বিক্রয়কেন্দ্রে (১০ টি ভ্রাম্যমাণ ট্রাকসহ) ৭৩৩ মেট্রিকটন চাল ও ৭৯৬ মেট্রিকটন আটা বিক্রয় চলমান থাকবে।
এমকে