বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

১৬ এপ্রিল ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে ষাট বছরের নূর আয়শা বেগমের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জঙ্গল জলদী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নূর আয়শা বেগম জঙ্গল জলদী গ্রামের মো. ফেরদৌস আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, লেবু বাগানে যাওয়ার পথে বন্য হাতির আক্রমণের শিকার হন তিনি। পরে আহত অবস্থায় দ্রুত বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিক্রির জন্য লেবু আনতে বাগানে যাচ্ছিলেন তিনি। বল্লাজিরি ঘোনায় থাকা বাগানটির দুরুত্ব তার বাড়ি থেকে এক কিলোমিটার।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘নিহত বৃদ্ধাকে দাফনের জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও তার পরিবারকে বন বিভাগ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’

ডিকেটি/এমকে


মন্তব্য
জেলার খবর