চট্টগ্রাম সংবাদদাতা
তিন বছর ধরে মাধ্যমিক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ এক শিক্ষককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় ওই শিক্ষকের মোবাইল ফোনে ভুক্তভোগীর শতাধিক এবং ম্যাসেঞ্জারে কুরুচিপূর্ণ অনেক অশ্লীল ছবি পেয়েছে র্যাব। শুক্রবার (১৫ এপ্রিল ) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষকের নাম আমাতুল ইসলাম (৩৫), তিনি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক গ্রামের বাসিন্দা; শিক্ষকতা করেন চট্টগ্রাম শহরের নিউরন ইংলিশ স্কুলে।
র্যাবের মিডিয়া অফিসার মোঃ আনোয়ার হোসেন ভূঞা জানান, ২০১৮ সালে বাথরুমে আপত্তিকর অবস্থায় ভুক্তভোগীর ভিডিও ধারণ করে তাকে দেখায় অভিযুক্ত।এরপর ভিডিওটি ভুক্তভোগীর বন্ধু-বান্ধবীকে পাঠিয়ে দেয়া এবং ইন্টারনেটে ভাইরাল করার ভয় দেখিয়ি প্রায় তিন বৎসর ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। একপর্যায়ে ইচ্ছার বিরুদ্ধে ইমু, ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে অশ্লীল ছবি শিক্ষকের নিকট পাঠাতে বাধ্য করে। এতে মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়ে ওই ছাত্রী।
র্যাবের মিডিয়া অফিসার আরো জানান, গোপনে এমন সংবাদ পাওয়ার পরে ঘটনার সত্যতা পাওয়ায় আয়াতুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের কৃতকর্মের কথা অকপটে স্বীকার করেছে সে। তার মোবাইল ফোনটি জব্দ করা হয়। তার নামে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা হয়েছে।
ডিকেটি/এমকে