আপত্তিকর ম্যাসেজের কড়া জবাব শচিন কন্যার

১৬ এপ্রিল ২০২১

ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচিন টেন্ডুলকার। তার মেয়ে সারা টেন্ডুলকার সামাজিক মাধ্যমে যেন তারকা হয়ে উঠেছেন। রয়েছে বিশাল অঙ্কের ফ্যােন ফলোয়ারও। 

সেটাই যেন কাল হলো সারার। শুক্রবার সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্যের সম্মুখীন হলেন। যার জবাবও দিয়েছেন সারা।

জানা গেছে, নিজের ইনস্টাগ্রামে শচিন কন্যা গাড়িতে বসেই কফি পান করার ভিডিও পোস্ট করছিলেন। এই ভিডিও শেয়ার করেই বিপদে পড়েন তিনি। এ নিয়ে একজন নেটিজেন সরাসরি সারাকে ডিরেক্ট মেসেজ করে বসেন। সেখানে সারা যে শচীনের অর্থের অপচয় করছেন, তা নিয়েই অভিযোগ তোলা হয়। 

যার একটি স্ক্রিনশট নিয়েই সারা ইনস্টাগ্রামে সেই ব্যক্তিকে প্রকাশ করে দেন। শুধু তাই নয়, উল্টে তাকে সহবতও শিখিয়ে দেন। সারা বলেন, যারই অর্থ হোক না কেন, কফি পান কখনই অর্থের অপচয় নয়। 


মন্তব্য
জেলার খবর