মেসির জার্সির বিনিময়ে ৫০ হাজার টিকা

১৬ এপ্রিল ২০২১

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি নিজের এলাকার ফুটবলারদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে এবার ভিন্নভাবে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনকে (কনমেবল) সহায়তা করার দায়িত্ব নিয়েছেন। মেসির স্বাক্ষরিত তিনটি জার্সির মূল্য বাবদ ৫০ হাজার টিকা প্রদান করা হবে।

 

করোনা মহামারিতে দক্ষিণ আমেরিকা যেন বিদ্ধস্ত। অধিকাংশ দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এই মুহুর্তে প্রয়োজন বিপুল পরিমাণ করোনার ভ্যাকসিন। 

 

মহাদেশের ফুটবলাররাও আছেন ঝুঁকিতে। তাদের কথা চিন্তা করেই এবার ৫০ হাজার করোনার টিকার ব্যবস্থা করে দিলেন মেসি। সিনোভেকের পরিচালকরা টিকার বিনিময়ে মেসির স্বাক্ষরিত বার্সেলোনার তিনটি জার্সি চেয়েছেন। 

 

জানা গেছে, ছয়বারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ডের বড় ভক্ত চীনা কোম্পানিটির পরিচালকরা। মেসি খুশিমনেই তাদের আবদার মিটিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’। আর পুরো বিষয়টির পরিকল্পনায় ছিলেন উরুগুয়ের প্রেসিডেন্ট লুইস লাকাল্লে পৌর।

 

দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল কোপা আমেরিকা পরবর্তী আসর শুরু হওয়ার আগেই সব ফুটবলারকে করোনার টিকা দিতে চায়। এ কারণে সম্প্রতি চীনা ওষুধ প্রস্তুতকারী কোম্পানি সিনোভেকের সঙ্গে তাদের একটি চুক্তিও হয়েছে।


মন্তব্য
জেলার খবর