মন্তব্য
পাকিস্তানের অন্যতম জনপ্রিয ক্রিকেটার শহিদ আফ্রিদি। ক্রিকেটার হিসেবে যেমন জনপ্রিয় ঠিক তেমই মানবসেবায় নিওবদিত প্রাণ হিসেবে বিবেচিত। মানবসেবায় নিয়োজিত তার সংগঠনের নাম শহীদ আফ্রিদি ফাউন্ডেশন।
পবিত্র রমজানে আফ্রিদি ফাউন্ডেশন, ইউকের এক টুইটে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, করোনার মধ্যেই আফ্রিদি নিজ হাতে সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তার প্যাকেট তুলে দিচ্ছেন।
ছবির ক্যাপশনে লেখা হয়েছে- এই রমজানে আপনি কি কোন পরিবারকে সাহায্য করতে পারেন? পুরো বরকতময় মাসজুড়ে পাঁচ সদস্যের একটি পরিবারের জন্য মাত্র ৩০ ডলারই যথেষ্ট। আমরা পাকিস্তানের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলোতে তা পৌঁছে দিচ্ছি।