লেনদেন বেড়েছে প্রায় সাড়ে ৪৪ কোটি টাকা

১৬ এপ্রিল ২০২১

আগের কার্যদিবসের তুলনায় বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে প্রায় সাড়ে ৪৪ কোটি টাকা। একই সঙ্গে সিংহভাগ শেয়ারের দর বাড়ার পাশাপাশি  বড় উত্থান দেখা গেছে সব সূচকের। বাজার মূলধন বেড়েছে চার হাজার ২২১ কোটি ২১ লাখ ১৬ হাজার টাকা। শেয়ার লেনদেন হওয়া মোট ৩৫৫টি কোম্পানির মধ্যে  দর বেড়েছে ২১৬টির,কমেছে ৯০টির  এবং  অপরিবর্তিত ছিল বাকি ৪৯টির।

এদিন লেনদেন হয় ৫৫৬ কোটি ৪২ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৫১১ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার টাকা।সেই হিসাবে লেনদেন বেড়েছে ৪৪ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার টাকা।  ১৭ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৭২৩টি শেয়ার এক লাখ সাত হাজার ৩৮৮ বার হাতবদল হয়। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থানের চিত্র দেখা গেছে।

প্রধান সূচক ডিএসইএক্স ৫১ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩১০ দশমিক ১৮ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস  সূচক ১০ দশমিক ৫০ পয়েন্ট  বেড়ে এক হাজার ২০৯ দশমিক শূন্য সাত পয়েন্টে অবস্থান করে। ডিএস৩০ সূচক ২৯ দশমিক ১৯ পয়েন্ট  বেড়ে দুই হাজার ২৬ দশমিক ৮২ পয়েন্টে স্থির হয়। দিন শেষে বাজার মূলধন দাঁড়ায় চার লাখ ৬২ হাজার ৭৫৪ কোটি ৩৯ লাখ ১২ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল এসইএমএল আইবিবিএল শরিয়াহ্ ফান্ড।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর