মন্তব্য
দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে (এলএনজেপি) একাধিক শয্যায় দু’জন করে শুয়ে থাকতে দেখা গেছে। দু’জনের মুখেই লাগানো অক্সিজেন মাস্ক।
ভারতে কোভিড নিরাময় কেন্দ্রগুলোর মধ্যে এটি অন্যতম । দেড় হাজারেরও বেশি শয্যা রয়েছে এখানে। কিন্তু সব শয্যায় রোগী আছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক সুরেশ কুমার।
তিনি বলেছেন, ‘আমরা ইতোমধ্যে সম্পূর্ণ ধারণক্ষমতা নিয়ে কাজ করছি। কিন্তু লোকজনের গা-ছাড়়া মনোভাব, কোভিড বিধি মেনে না চলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।’
আনন্দবাজার পত্রিকা