চারপাশটা অবজার্ভ করতে খুব ভালোবাসি : মধুমিতা

১৭ এপ্রিল ২০২১

মধুমিতা সরকার বলেন, ‘লাভ আজ কাল পরশু’ মুক্তি পেয়েছিল ভ‌্যালেনটাইন্স ডে’তে, ‘চিনি’ মু্ক্তি পেয়েছিল ক্রিসমাসে। আর ‘ট্যাংরা ব্লুজ’ মুক্তি পেল পয়লা বৈশাখে। এটা ভেবে আমার খুব মজা লাগছে। শুধু তাই নয়, এসব বলে আমি নিজেকে পজেটিভ ফিল করাতে চাই।’ 

ট‌্যাংরার অভ‌্যন্তরে শুটিং হয়েছে ছবিটির। মধুমিতা জানালেন, তিনি এর আগে চায়না টাউন এক্সপ্লোর করলেও এতটা কাছ থেকে ওখানকার জীবন দেখেননি। ‘আসলে আমি আমার চারপাশটা অবজার্ভ করতে খুব ভালোবাসি। লোকজন কীভাবে কথা বলছে, কীভাবে বিহেভ করছে, সবটাই আমার দারুণ লাগে।

স্কুলে এবং যাদবপুরে পড়ার সময় মাঝে মাঝেই আমি বন্ধুদের সঙ্গে হাঁটতে বের হতাম। অদম‌্য কৌতূহল থেকে বিডন স্ট্রিটের নিষিদ্ধ পাড়াতেও গিয়েছি। আবার চায়না টাউনে খেতে গিয়ে সেই চারপাশও ঘুরে দেখেছি।’


মন্তব্য
জেলার খবর