বাবা-ছেলের ছবি শেয়ার করলেন অভিনেত্রী

১৭ এপ্রিল ২০২১

দ্বিতীয় সন্তানের ছবি শেয়ার করছেন কারিনা নিজেই। কিন্তু মুখ ঢেকে দিয়েছেন স্টিকারে। শুক্রবার নিজের ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘আমার সপ্তাহ এভাবেই কাটে।’

ছবিতে দেখা যাচ্ছে, সাইফ আলি খান তাকিয়ে আছেন নতুন অতিথির দিকে। বাবার পাশে বসে ভাইকে দেখছে ছোট্ট তৈমুর। তাদের পরনে নীলচে ধূসর রঙের টি-শার্ট এবং সাদা রঙের প্যান্ট। তবে যার দিকে দুজনেই এত মন দিয়ে তাকিয়ে, কায়দা করে তার মুখটাই ঢেকে দিয়েছেন কারিনা। শিশু মুখের একটি ইমোজি বসিয়ে দিয়েছেন ছেলের মুখের জায়গায়।


মন্তব্য
জেলার খবর