গর্ভাবস্থাতেই আবার গর্ভধারণ!

১৭ এপ্রিল ২০২১

যুক্তরাজ্যের এক নারী গর্ভধারণের তিন সপ্তাহ পরে আবার গর্ভধারণ করেছেন। অবিশ্বাস্য হলেও এ ঘটনাটি আসলেই ঘটেছে যাকে চিকিৎসকরা বিরল ‘সুপার টুইনস’ হিসেবে উল্লেখ করছেন।

দুটি শিশুই একই দিনে জন্মগ্রহণ করেছে কিন্তু এরা মায়ের গর্ভে এসেছে তিন সপ্তাহের ব্যবধানে। এই বিরল জমজ শিশুর জন্ম দিয়েছেন যুক্তরাজ্যের উইল্টশায়ারে বসবাসকারী রেবেকা রবার্টস। 

টাইমস অব ইন্ডিয়া ও ওয়াশিংটন পোস্ট


মন্তব্য
জেলার খবর