মন্তব্য
জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানা জানালেন তিন বছর ধরে রোজা রাখতে পারেন না। বয়স বাড়ার কারণে তার দেহে নানা রোগ বাসা বেঁধেছে। তাই মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন। গত দুই দিন যাবত তিনি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন। প্রতিদিন তার হার্ট, প্রেশার, সুগারের সমস্যার জন্য এগারোটার মতো মেডিসিন নিতে হয়।
অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন না বলে রমজান মন খারাপ হয়ে থাকে সোহেল রানার। আক্ষেপের সুরে অভিনেতা বলেন, 'গত তিন বছর হলো রোজা রাখতে পারি না। মনটা তাই খারাপ। কিছু করার নেই। সময় মতো মেডিসিনগুলো না নিতে পারলে শরীরের অবস্থা আরও খারাপ হয়। খুব কষ্ট লাগে। বয়সের কাছে মানুষকে হেরে যেতে হয়। আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি।'