চমকে গেলেন সানি লিওন

১৭ এপ্রিল ২০২১

দাম্পত্য জীবনের ১০ বছর পাড়ি দিলেন সানি লিওন৷ বিয়ের ১০ বছর পূর্তিতে  স্বামী ড্যানিয়েল ওয়েবারের কাছ থেকে হীরের হার উপহার পেয়েছেন সানি।

 সানি সম্প্রতি একটি ছোট ভিডিও পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। সেখানে সাদা ও সবুজের ডোরাকাটা পোশাক পরে সানি। ভিডিও জুড়ে গলার হার ঝলমল করছে। 

ক্যাপশনে স্বামীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘কেউ ভেবেছিল, কেবল একটি কথোপকথন আমাদের আজ এখানে নিয়ে আসবে? ভালবাসি তোমায়’।


মন্তব্য
জেলার খবর