মন্তব্য
দাম্পত্য জীবনের ১০ বছর পাড়ি দিলেন সানি লিওন৷ বিয়ের ১০ বছর পূর্তিতে স্বামী ড্যানিয়েল ওয়েবারের কাছ থেকে হীরের হার উপহার পেয়েছেন সানি।
সানি সম্প্রতি একটি ছোট ভিডিও পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। সেখানে সাদা ও সবুজের ডোরাকাটা পোশাক পরে সানি। ভিডিও জুড়ে গলার হার ঝলমল করছে।
ক্যাপশনে স্বামীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘কেউ ভেবেছিল, কেবল একটি কথোপকথন আমাদের আজ এখানে নিয়ে আসবে? ভালবাসি তোমায়’।