আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের মুকুট মাথায় উঠল শাহীন আফ্রিদি। মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের পর এবার শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন তিনি, যেটা ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ নামে পরিচিত।
অন্যদিকে মেয়েদের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের স্মৃতি মন্দানা। এর আগে রিজওয়ান বর্ষসেরা টি-টোয়েন্টি এবং বাবর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব পেয়েছেন।
আইসিসি মেনস ক্রিকেটার অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের জো রুট। মনোনীতদের বাছাই করা হয়েছে ৪টি বিষয় মাথায় রেখে। যেগুলো হলো: ম্যাচজয়ী ইনিংস, দুর্দান্ত স্পেল, অতিমানবীয় পারফরম্যান্স ও অনবদ্য নেতৃত্ব প্রদান।
মাত্র ২১ বছর বয়সেই এমন পুরস্কার অর্জনের কৃতি গড়লেন শাহিন আফ্রিদি। পেছনে ফেলেছেন রিজওয়ান, উইলিয়ামসন ও রুটের মতো তারকা
আরআই