মন্তব্য
সম্প্রতি এইচবিও ফিল্মসের ব্যানারে 'দ্য ডেইস অফ এবানডোনমেন্ট'-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অস্কারজয়ী ইসরায়েলি-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী নাটালি পোর্টম্যান।
সিনেমাটির গল্প রচিত হয়েছে এলেনা ফেরান্তের বেস্ট সেলিং উপন্যাস 'দ্য ডেইস অফ এবানডোনমেন্ট'-এর উপর ভিত্তি করে। সিনেমাটি রচনা ও পরিচালনা করবেন ম্যাগি বেটস।
অভিনয়ের পাশাপাশি প্রযোজক সোফি মাসের সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করবেন পোর্টম্যান।