মন্তব্য
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে স্থিতিশীল ভবিষ্যৎ ফিরিয়ে নিয়ে আসার পেছনে ভারত, পাকিস্তান, রাশিয়া, চীন এবং তুরস্কের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানে স্থিতিশীলতা বজায় রাখতে এসব দেশের উচিত আরো বেশি করে সহযোগিতা করা।
এদিকে ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেবেন তিনি।
এ বছরের জানুয়ারি মাসের ২০ তারিখ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের ১০০ দিন পূর্ণ হওয়ার আগেই বাইডেন ঘোষণা দিয়েছেন, আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ১১ সেপ্টেম্বরের মধ্যেই ফিরিয়ে নিয়ে আসবেন।
এনডিটিভি