এদেশের চলচ্চিত্র জগতে এক ধ্রুবতারা সারাহ বেগম কবরী পরিচালিত সর্বশেষ ছবি ‘এই তুমি সেই তুমি।’ ছবির শুটিঙের কাজ সম্পন্ন হয়েছে এ বছরের ফেব্রুয়ারিতে। বাকি ছল ডাবিঙের কাজ। ছবির নায়িকা হিসেবে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া।
বুবুজান নামের একটি ছবির শুটিঙে চাঁদপুর যাবেন বলে তাঁর ডাবিঙের কাজ আগেই সম্পন্ন করতে চান কবরী। তাই মার্চের ২৪ তারিখে সালওয়ার ডাবিওঙের কাজ সম্পন্ন হয়। সালওয়া সেই মুহূর্তের কথা স্মরণ করে বললেন, 'আমি বিশ্বাস করতে পারছি না। কবরী আপার এটা ছিল স্বপ্নের প্রজেক্ট। আমাকে বললেন, 'সালওয়া এটা আমরা প্রথমেই একটা উৎসবে পাঠাবো। তারপরেই মুক্তি দেব। এটা দেখো খুবই ভালো একটা ছবি হবে।'
সালওয়া বলেন, 'সেদিন স্টুডিওতে অনেক আলাপ হলো। অনেক স্বপ্নের কথা বললেন। আমি চাঁদপুর চলে গেলাম। এরপর ফিরে এসে ফোন দিলাম ৫ এপ্রিল। সেদিন একউ অভিমান নিয়েই বললেন, আমাকে তো ভুলেই গেছ। আমি হাসলাম। দেখা করতে চাইলাম। কবরী আপা বললেন, এসো না। আমার জ্বর জ্বর লাগছে। তুমি রেস্ট নাও, আমিও সুস্থ হই। তারপর সিনেমার বাকি কাজগুলো শেষ করবো।'