একদিনে ১০১ করোনা রোগীর মৃত্যু

১৭ এপ্রিল ২০২১

একদিনের হিসাবে  প্রথমবারের মতো  ১০১ জন করোনা  রোগী মারা গেছেন গত ২৪ ঘণ্টায়, ১০১ জন। একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৪১৭ জনের। আর করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬৯৪ জন। শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী মারা যায় গত ১৪ এপ্রিল, ৯৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে সাত লাখ ১১ হাজার ৭৭৯ জনের। এর মধ্যে  মারা গেছেন ১০ হাজার ১৮২ জন, সুস্থ হয়েছেন ছয় লাখ দুই হাজার ৯০৮ জন। করোনার নমুনা পরীক্ষা  হয়েছে ৫১ লাখ ৩৪ হাজার ৪৭৮টি। শনাক্তের হার ১৩ দশমিক ৮৬।

 

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৭০৭টি,পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯০৬টি। শনাক্তের হার ২৩ দশমিক ৩৬। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬৭ জন, নারী ৩৪ জন। বিভাগভিত্তিক ঢাকায়  ৫৯ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে তিন জন, খুলনায় পাঁচ জন, বরিশালে চার জন, সিলেটে এক জন, রংপুরে ছয় জন এবং ময়মনসিংহে তিন জন আছেন। হাসপাতালে ৯৪ জন এবং বাসায় সাত জন মারা গেছেন ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর