করোনার বিস্তার রোধকল্পে ৭ দিনের জন্য সরকার আরোপিত বিধিনিষেধের চার দিনে প্রায় ৪ লাখ মুভমেন্ট পাস দিয়েছে পুলিশ। কেবল জরুরি প্রয়োজনে চলাচলে বেশ কয়েকটি ক্যাটাগরিতে এই পাস দেওয়া হয়েছে। ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না।
শুক্রবার (১৬ এপ্রিল) পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এআইজি সোহেল রানা গণমাধ্যমকে জানিয়েছেন, ১৬ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত ৩ লাখ ৯৩ হাজার ৩৩৬ জনকে এ পাস দেওয়া হয়েছে। শুরু থেকে এ সময় পর্যন্ত ১৬ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ৮৮৮ হিট পড়েছে মুভমেন্ট পাসের ওয়েবসাইটে।
এআইজি সোহেল রানা গণমাধ্যমকে জানান, যারা আবেদন করছেন, তাদের প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করে মুভমেন্ট পাস দেওয়া হচ্ছে। মুভমেন্ট পাস থাকলে চলাচলে মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যদের দ্বারা কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হবে না সংশ্লিষ্টজনের। মুভমেন্ট পাস নিয়ে বাইরে বের হলে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বাইরে বের হওয়ার পরামর্শ দেন তিনি।
প্রসঙ্গত, পুলিশের বিশেষ অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করে নিতে হয় এ পাস। ১৩ এপ্রিল এ অ্যাপ উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক ড.বেনজীর আহমেদ।
এমকে