সপ্তাহে মুলধন বেড়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকা

১৭ এপ্রিল ২০২১

তিন মাস পতনের কব্জায় থাকা শেয়ারবাজার (ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই) করোনা উদ্ভুদ পরিস্থিতিতেও গত সপ্তাহে ঘুরে দাঁড়িয়েছে।করোনার রোধকল্পে সরকার আরোপিত বিধিনিষেধের মধ্যে সীমিত সময়সীমার লেনদেনেও গত সপ্তাহে ডিএসইতে সাড়ে তিন হাজার কোটির বেশি টাকা বেড়েছে বাজার মুলধনের পরিমাণ।

পর্যবেক্ষণে দেখা যায়, গত সপ্তাহে চার কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই শেয়ার বাজার ঊর্ধ্বমুখী ছিল। ফলে এ সপ্তাহে দাম বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের তালিকা বড় হয়েছে, বেড়েছে সবক’টি মূল্যসূচক আর লেনদেনের গতিও।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে  বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৬২ হাজার ৭৫৪ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এর পরিমাণ ছিল ৪ লাখ ৫৯ হাজার ২৩৯ কোটি টাকা। সেই হিসাবে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৫১৫ কোটি টাকা।

টানা পতনে  আগের চার সপ্তাহে কমলেও গত সপ্তাহে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৫ দশমিক ৪১ পয়েন্ট। আগের চার সপ্তাহে প্রধান মূল্যসূচক কমেছিল ৩১৪ দশমিক শূন্য ৯ পয়েন্ট। ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩৬ দশমিক ৪৩ পয়েন্ট। অবশ্য আগের সপ্তাহেও সূচকটি বেড়েছিল ৭ দশমিক শূন্য ৯ পয়েন্ট। কিন্তু তার আগের তিন সপ্তাহে সূচকটি কমেছিল ১৭১ দশমিক ৩৭ পয়েন্ট। ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহে বেড়েছে ১১ দশমিক ৪২ পয়েন্ট। এর আগের চার সপ্তাহে সূচকটি কমেছিল ৬৮ দশমিক ১১ পয়েন্ট।

গত সপ্তাহে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২১৭টি প্রতিষ্ঠান, দাম কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।

 

এমকে


মন্তব্য
জেলার খবর