কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার কুমারখালীতে নিজের বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে ফাঁকা জমি থেকে কৃষক মজির উদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) সকালে ভড়য়াপাড়া গ্রামের দক্ষিণপাড়ার মাঠে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। মজির উদ্দিন (৬০) উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়য়াপাড়া গ্রামের হায়াত আলীর ছেলে। শত্রুতার জের ধরে বা প্রতিপক্ষকে ফাঁসাতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মজির উদ্দিন শুক্রবার রাতে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি।রাতে বাড়ীর পাশে একটি নিরিবিলি স্থানে ঘুমাতেন তিনি। জমিটিতে পেঁয়াজের আবাদ হয়। ঘটনার ৩ দিন আগে স্ট্রোকজনিত কারনে কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছিলেন তিনি।
কুমারখালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, মজির উদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে হত্যার মুল রহস্য উদঘাটন করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন এলাকায় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। গত ফেব্রুয়ারী মাসে একই গ্রামে আমিরুল ইসলাম সবুর নামে আরো এক কৃষক খুন হয়েছিল। এ ঘটনায় হওয়া মামলায় মজির উদ্দিনের ছেলে মিরাজ এবং ভাই রশিদও আসামি। এ মামলার সব আসামির জামিনের মেয়াদ শুক্রবার শেষ হয়েছে,উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিল তারা । মামলা থেকে বাঁচতে নতুন করে নিজেদের পক্ষের দূর্বল মজির উদ্দিনকে খুন করা হতে পারে বলে অনেকেই মনে করছেন। এদিকে এরই মাঝে প্রতিপক্ষের ৩টি বাড়ীতে লুটপাট এবং ভাংচুরও করা হয়েছে।
মাহমুদ শরীফ/এমকে