মন্তব্য
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তহবিল অপব্যবহার করেছেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তার স্ত্রী সুসান পম্পেও। পম্পেও দম্পতির এই অনিয়ম খুঁজে পেয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মহাপরিদর্শকের কার্যালয়। ২০১৯ সালের অক্টোবর মাস থেকে এই তদন্ত শুরু হয়।
সংস্থার বিবৃতিতে বলা হয়, পম্পেও দম্পতি ১০০ বারেরও বেশি সময় পররাষ্ট্র দপ্তরের অর্থসম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। এমনকি পররাষ্ট্র দপ্তরের কর্মচারীদের দিয়ে তারা ব্যক্তিগত কাজ করিয়েছেন।
পম্পেও দম্পতি অনেক সময় অফিসের জিনিসপত্র নিজেদের কাজে ব্যবহার করেছেন, পররাষ্ট্র দপ্তরের বাইরের অনেক অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন, এমনকি নিজেদের পোষা প্রাণীর দেখভাল এবং ক্রিসমাসের কার্ড পাঠানোর কাজে কর্মচারীদের ব্যবহার করেছেন।
পার্সটুডে