চল্লিশের কম বয়সীরা করোনার উচ্চঝুঁকিতে

১৮ এপ্রিল ২০২১

ব্রাজিলে গত সপ্তাহে যারা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন তারা অধিকাংশই তরুণ, যাদের বয়স চল্লিশের নিচে। দেশটির ইনটেনসিভ কেয়ার মেডিসিন অ্যাসোসিয়েশন বলছে, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তরুণ রোগীদের সংখ্যা বাড়ছে। ফলে আইসিইউতে চাপ বাড়ছে।

সাও পাউলো ইউনিভার্সিটির সংক্রামক বিশেষজ্ঞ মারকাস বাউলোস। তিনি বলেন, এটি করোনার নতুন ধরন বা স্ট্রেইনের সঙ্গে পরিষ্কারভাবে জড়িত। ব্রাজিলে ভয়ংকর এই স্ট্রেইনটির নাম পি.১। এটি ব্রাজিল ভ্যারিয়েন্ট নামেও পরিচিত। 

বিজনেস ইনসিডার ও ওয়ার্ল্ডোমিটার


মন্তব্য
জেলার খবর