মন্তব্য
৬০ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রথম ব্যাচের উৎপাদন সফলভাবে শেষ করল ইরান। একে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলার মোক্ষম জবাব হিসেবে উল্লেখ করে, দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি সতর্ক করে বলেছেন, ইরান ৯০ মাত্রায়ও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম।
ইরানের ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েই এত দিন মাথাব্যথা ছিল যুক্তরাষ্ট্রসহ পশ্চিম বিশ্ব এবং চিরশত্রু ইসরাইলের। তবে এবার তিন গুণ বাড়িয়ে ৬০ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রথম ব্যাচের উৎপাদন সফলভাবে করল মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান।
উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, কেবল ৬০ মাত্রায় নয়, প্রয়োজন হলে ৯০ মাত্রায়ও ইউরেনিয়াম সমৃদ্ধ করবে তার দেশ, যা দিয়ে তৈরি করা যায় পরমাণু বোমা।
আল-জাজিরা