মন্তব্য
চলে গেল চিকু। সেখানে, যেখানে গেলে আর কেউ ফিরে আসে না। শনিবার ফেসবুকে এক হৃদয়বিদারক পোস্টে সবাইকে প্রিয় পোষ্যের প্রয়াণ সংবাদ জানান অভিনেত্রী মিমি চক্রবর্তী।
পোস্টে তিনি লেখেন, তুমি চলে গেলে আমার কিছুটা অংশ সঙ্গে নিয়ে। সমস্ত যন্ত্রণা থেকে দূরে গিয়ে শান্তিতে থেকো। মা তোমাকে ভালবাসে।
সংবাদ প্রতিদিন