করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ১০১, শনাক্ত ৩৪৭৩

১৮ এপ্রিল ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে  করোনা আক্রান্ত ১০১ জন মারা গেছেন। একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৪৭৩ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯০৭ জন। শনিবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগের দিন শুক্রবারও ১০১ জন করোনা রোগী মারা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে সাত লাখ ১৫ হাজার ২৫২ জনের। এর মধ্যে মারা গেছেন ১০ হাজার ২৮৩ জন, সুস্থ হয়েছেন ছয় লাখ আট হাজার ৮১৫ জন। করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫১ লাখ ৫০ হাজার ৬৬৩টি। শনাক্তের হার ১৩ দশমিক ৮৯ ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৪১৩টি, পরীক্ষা হয়েছে ১৬ হাজার ১৮৫টি। শনাক্তের হার ২১ দশমিক ৪৬। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬৯ জন, বাকিরা নারী- ৩২ জন। বিভাগভিত্তিক ঢাকায় ৬৭ জন, চট্টগ্রামে ২৩ জন, রাজশাহী ও সিলেটে দুই জন করে, খুলনায় তিন জন এবং বরিশালে একজন আছেন। হাসপাতালে ৯৯ জন এবং বাসায়  দুই জন মারা গেছেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর