শনাক্ত ১৬ সহস্রাধিক, মৃত্যু ১৮

২৫ জানুয়ারী ২০২২

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ১৬ হাজার ৩৩ জনের দেহে করোনা ধরা পড়েছে। মোট আক্রান্তের মধ্যে মারা গেছেন ১৮ জন। আর সুস্থতা ফিরে পেয়েছেন এক হাজার ৯৫ জন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ৩২ দশমিক ৪০ শতাংশ নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। নমুনা সংগৃহীত হয়েছে ৪৯ হাজার ৬৯৭টি, পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৪৯২টি।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত  করোনা শনাক্ত হয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জনের। এর মধ্যে ২৮ হাজার ২৫৬ জন মারা গেছেন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২২ লাখ ১২ হাজার ১৭৯টি।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর