কবরী একজনই হয়: শাবানা

১৮ এপ্রিল ২০২১

কিংবদন্তি অভিনেত্রী কবরীর মৃত্যু বিশ্বাস করতে চাইছেন না বরেণ্য অভিনেত্রী শাবানা। মৃত্যুর খবর শুনে অনেকক্ষণ চুপ করে রইলেন তিনি। তারপর কান্নাভেজা কণ্ঠে বললেন, কবরী একজনই হয়। 

নিজের ফেসবুকে এমনটাই লিখেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। তিনি লেখেন, “কবরী আপুর মৃত্যুর কথা যখন শাবানাজিকে বললাম, তিনি অনেকক্ষণ কোনো কথা বলেননি… তারপর কান্নাভেজা কণ্ঠে বললেন, ‘কবরী একজনই হয়’… লিজেন্ডের প্রতি লিজেন্ডের অসাধারণ সম্মান।”

কবরীর মৃত্যুর খবরে স্তম্ভিত শাবানা বলেন, ‘আমাদের কবরী চলে গেলেন!’ তারপর নিজেকে সামলে তিনি বলেন, ‘কবরী চলে যাওয়ার নয়। আমাদের কাছে কবরী একজনই। এ কবরী কখনোই চলে যাওয়ার নয়। তার কাজই তাকে আজীবন বাঁচিয়ে রাখবে।’ 


মন্তব্য
জেলার খবর