মন্তব্য
আগামী ২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বসবে আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) সম্মেলন। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ দেশের এই জোটের বিশেষ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং লাইং।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাংরাত সাংবাদিকদের বলেন, ‘কয়েকজন নেতা সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মধ্যে জেনারেল মিন অং লাইংও আছেন।’ এবারের সম্মেলনে মিয়ানমার ইস্যু নিয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন সাংরাত।
এএফপি