আপেল অর্ডার করে পেলেন আইফোন

১৮ এপ্রিল ২০২১

বেশ কিছুদিন আগে আপেল খেতে ইচ্ছা হওয়ায় অনলাইনে অর্ডার দিয়েছিলেন ব্রিটেনের বাসিন্দা ৫০ বছর বয়সী জেমস নিক।

সেই অর্ডারটি হাতে পেয়ে  বাক্স খুলে যা দেখলেন আপেলের বদলে ‘অ্যাপলের আইফোন’।

কয়েক শো টাকার আপেলের পরিবর্তে কয়েক লাখ টাকার ‘আইফোন’ পেয়ে রীতিমতো বিস্মিত হয়ে পড়েন তিনি।

 ভুল করে নয় বরং গ্রাহকদের চমক দিতেই আইফোনের পরিষেবা প্রদানকারী সংস্থা টেস্কোর এটি একটি নতুন পদক্ষেপ। 

এনডিটিভি


মন্তব্য
জেলার খবর