সরকার গঠনের পর তার সরকার ১৩ বছরে জনগণের জন্য কী কী করেছেন, সেটার মূল্যায়নের ভার দেশবাসীর ওপর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দৃঢ়তার সঙ্গে বলেছেন, জনগণকে দেওয়া ওয়াদা সফলভাবেই বাস্তবায়ন করেছে তার সরকার। বর্তমান সরকারের তৃতীয় বর্ষপূতি উপলক্ষে শুক্রবার (৭ জানুয়ারি) জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
ভাষণে চলতি বছরকে বাংলাদেশের জন্য অবকাঠামো উন্নয়নের একটি মাইলফলক ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ বছরের জুনে উদ্বোধন হবে বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু। দেশের দক্ষিণাঞ্চলকে সরাসরি রাজধানীসহ অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত করবে এ সেতু। এতে জিডিপিতে ১ দশমিক ২ শতাংশ হারে অবদান রাখবে। এ বছরের শেষ নাগাদ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১৪ কিলোমিটার অংশে মেট্রোরেল চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এ অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে রাজধানী ঢাকার পরিবহন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। আগামী অক্টোবরে চট্টগ্রামে কর্ণফুলীর নদীর তলদেশ দিয়ে চালু হবে দেশের প্রথম টানেল। এছাড়া অন্যান্য বৃহৎ প্রকল্পের কাজও পুরোদমে এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের দায়িত্ব গ্রহণের আগে সাকুল্যে দৈনিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল ৪২০০ মেগাওয়াট। বর্তমানে এ সক্ষমতা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩৫ মেগাওয়াটে। মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পুরোপুরি পূরণ করা হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পায়রাতে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে। রামপাল, পায়রা, বাঁশখালী, মহেষখালী এবং মাতারবাড়ি মিলে আরও ৭ হাজার ৮০০ মেগাওয়াট শক্তিসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে। তিনি জানান, ২০০৯ সালে জাতীয় গ্রিডে ১ হাজার ৭৪৪ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো, বর্তমানে এটা ২ হাজার ৫২৫ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। গ্যাসের অব্যাহত চাহিদা মেটাতে তরলীকৃত গ্যাস আমদানি করা হচ্ছে। তাছাড়া বঙ্গোপসাগরে সন্ধান পাওয়া গ্যাস হাইড্রেটের পরিমাণ ১৭ থেকে ১০৩ ট্রিলিয়ন ঘনফুট। প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সাল পরবর্তী ১৩ বছরে তার সরকারের শাসনামলে বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আর্থ-সামাজিক এবং অবকাঠামো খাতে বিস্ময়কর উন্নয়ন সাধন করেছে। ২০২১ সালে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত যোগ্যতা অর্জন করেছে।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র, বিটিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতার, বেসরকারি সব টিভি চ্যানেল ও রেডিও স্টেশন থেকে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার হয়।
এমকে