কবরী আমাদের প্রথম যুগের বড় তারকা : জয়া

১৮ এপ্রিল ২০২১

ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে সারাহ বেগম কবরীর স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জয়া আহসান লেখেন, 'বাংলাদেশের চলচ্চিত্র যে খুব প্রশস্ত একটা রাজপথে উঠে গেছে, তা তো নয়। তবু আমরা যারা এর বন্ধুর পথ ধরে হাঁটছি, সেটি যাঁদের কষ্টে তৈরি হয়েছে কবরী তাঁদের একজন। কোত্থেকে এসে সারা দেশের চিত্ত জয় করেছিলেন নিমেষে।

পাকিস্তান আমলের উর্দু ছবির রাজত্বে তিনি আর রাজ্জাক বাংলা ছবিকে কী জনপ্রিয়ই না করে তুলেছিলেন। তাঁর চরিত্রের মধ্যে বাঙালি মেয়ের সজল প্রতিচ্ছবি পেয়েছিলেন দর্শকেরা।
কবরী আমাদের প্রথম যুগের বড় তারকা। আকাশে জ্বলজ্বল করবেন সব সময়।'


মন্তব্য
জেলার খবর