আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বর্তমানে সরকারের সামনে দু’টি বড় চ্যালেঞ্জ রয়েছে।একটি করোনা প্রতিরোধ, অপরটি সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করা। শনিবার ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। ১৭ মার্চ ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস উপলক্ষে শ্রদ্ধা জানানো হয়।
ওবায়দুল কাদের বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে করোনাকে প্রতিহত করব এবং সাম্প্রদায়িক অপশক্তিকেও পরাজিত করব। তিনি বলেন, করোনা মোকাবিলায় সরকারের আন্তরিকতা, চেষ্টা বা সদিচ্ছার কোনো ঘাটতি নেই। সব ধরনের ঘাটতি সরকার পূরণ করার চেষ্টা করছে। বাংলাদেশ অনেক দেশের তুলনায় ভালো আছে।
এসময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।
এমকে