দেশে চলমান করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের ও সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মিলিয়ে ৩৬ লাখ পরিবার আর্থিক সহায়তা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সহায়তা দেবেন। এ বাবদ সরকারের ব্যয় হবে ৯৩০ কোটি টাকা। রোববার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এ ৩৬ লাখ পরিবারের মধ্যে নিম্ন আয়ের পরিবার রয়েছে প্রায় ৩৫ লাখ, তারা বিভিন্ন পেশার। আর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রয়েছে প্রায় ১ লাখ কৃষক পরিবার। নিম্ন আয়ের মানুষের পরিবার প্রতি আড়াই হাজার টাকা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার প্রতি ৫ হাজার টাকা সহায়তা পাবেন।
এর আগে একই দিন সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আসন্ন ঈদে ‘ঈদউপহার’ হিসেবে ৩৬ লাখ ২৫ হাজার পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাজধানী ঢাকার সংসদ ভবনের সরকারি বাসভবনে এ সম্মেলন হয়।
এমকে