ফের রেকর্ড সংখ্যক মৃত্যু

১৯ এপ্রিল ২০২১

একদিনের হিসাবে দেশে করোনা রোগী মৃত্যুর সংখ্যায় আরেকবার রেকর্ড সৃষ্টি হলো গত ২৪ ঘণ্টায়, মারা গেছেন ১০২ জন। একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৬৯৮ জনের। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ছয় হাজার ১২১ জন। রোববার(১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে টানা দুই দিন মারা যায় সবচেয়ে বেশি সংখ্যক করোনা রোগী, ১০১ জন করে।অর্থাৎ তিন ধরে মৃত্যুর স্কোর শতকের ঘরে অবস্থান করছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে সাত লাখ ১৮ হাজার ৯৫০ জনের। এর মধ্যে মারা গেছেন ১০ হাজার ৩৮৫ জন, সুস্থ হয়েছেন ছয় লাখ ১৪ হাজার ৯৩৬ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৭০ হাজার ৬৭টি।১৩ দশমিক ৯১ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৯২৮টি, পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৪০৪টি। শনাক্তের হার ১৯ দশমিক শূন্য ছয়। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫৯ জন এবং নারী ৪৩ জন। বিভাগভিত্তিক ঢাকায় ৬৮ জন, চট্টগ্রামে ২২ জন, রাজশাহীতে তিন জন, খুলনায় একজন এবং বরিশাল ও ময়মনসিংহ চার জন করে আছেন। হাসপাতালে ৯৭ জন, আর বাসায় পাঁচ জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর