দেশে বর্তমানে যে পরিমাণ বিচারক রয়েছেন, এর তিনগুণ বিচারক দরকার, নইলে কখনও মামলার জট কমানো সম্ভব হবে না। এসব কথা বলছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রোববার (১৮ এপ্রিল) আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চে আইনজীবীদের উদ্দেশে এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, দেশের আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩০ লাখ। তবে করোনার মতো পরিস্থিতিতে আইনজীবীরা ভার্চুয়াল কোর্টে অংশ নিলে মামলার জট পরিস্থিতির কিছুটা উত্তরণ সম্ভব।
প্রধান বিচারপতি আর জানান, ২০০৭ সালে বিচার বিভাগ পৃথকীকরণ হয়েছে। কিন্তু অনেক জেলায় এখনও চিফ জুডিসিয়াল ভবন নির্মাণ সম্পন্ন হয়নি। ভবন নির্মাণের তাগিদ দেওয়া হয়েছে বারবার।
প্রধান বিচারপতি বলেন, নিম্ন আদালতে দুপুরের পর আইনজীবীদের পাওয়া যায় না। এজন্য সকালের পরিবর্তে বিকালে জামিন শুনানির জন্য বিচারকদের নির্দেশ দেওয়া হয়েছে। তাতে পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু করোনার কারণে সেই সিদ্ধান্ত এখন বহাল রাখা যাচ্ছে না।
এমকে