করোনার স্বাস্থ্যবিধি মেনে আগামী ২২ এপ্রিল থেকে মার্কেট, দোকান ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা। একই সঙ্গে শ্রমিক-কর্মচারীদের দুই মাসের বেতন ও বোনাস, ঈদের আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রণোদনা এবং দেশের সার্বিক অর্থনৈতিক অচলাবস্থা দূর করতে আগামী তিন মাসের মধ্যে দেশকে ভ্যাকসিনেশনের আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা। রোববার (১৮ এপ্রিল) রাজধানী ঢাকার নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিসে সংবাদ সম্মেলন এসব দাবি জানায়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি হেলাল উদ্দিন বলেন,একবছর করোনাভাইরাসের কারণে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০২০ সালের ১৮ মার্চ যখন দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে, তখন আমরা দোকান মালিকরা স্বেচ্ছায় ২৫ মার্চ থেকে সবকিছু বন্ধ করে দেই। সরকার পরদিন ২৬ মার্চ থেকে সবকিছু বন্ধ ঘোষণা করে। তখন থেকে এদেশের ক্ষুদ্র ব্যবসায়ীরাদের জীবনে চরম ব্যবসায়িক মন্দা ও আর্থিক অনিশ্চয়তা নেমে আসে। এ অবস্থায় ব্যবসায়ীদের পরিস্থিতি বিবেচনা করে মার্কেট খুলে দেওয়ার দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব জহিরুল হক ভূঁইয়াসহ ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) দোকান মালিক সমিতির ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
এমকে