হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৮ এপ্রিল) মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনারগাঁয়ের রয়েল রিসোর্টকাণ্ডের পর থেকেই পুলিশ তাকে নজরদারির মধ্যে রেখেছিল, আর মামুনুল হক অবস্থান করছিলেন মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায়।
গ্রেফতারের প্রথমে তাকে মিরপুর সড়কে পুলিশের তেজগাঁও ডিভিশনের ডিসি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আদালতে সোপর্দ করার পরে তাকে সাত দিনের রিমাণ্ডে নেওয়ার জন্য পুলিশের তরফ থেকে আবেদন করা হতে পারে বলেও আভাস পাওয়া গেছে।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, মামুনুল হকের নামে ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডবের ঘটনায় একাধিক মামলা রয়েছে।এছাড়া সাম্প্রতিক মোদিবিরোধী আন্দোলনের সময়ও সহিংসতা করায় একাধিক মামলায় তার নাম আছে। প্রথমে তাকে পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। পরে একে একে সব মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এমকে