মন্তব্য
দুই দশকের যুদ্ধের পর আন্তর্জাতিক সামরিক মিশনের ইতি ঘটলেও আফগানকর্মীদের হতাশায় ফেলে যাবে না জার্মানি।
রোববার জার্মানির প্রতিরক্ষামন্ত্রী আনেগ্রেট ক্রাম্প-কারেনবৌয়ার এমন প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেন, আমরা যখন এখান থেকে সেনাদের স্থায়ীভাবে প্রত্যাহার করে নিচ্ছি, তখন এসব কর্মীদের সুরক্ষা না দিয়ে অনিশ্চয়তায় ফেলে যাওয়া ঠিক হবে না।