মন্তব্য
পাকিস্তানে চিকিৎসকদের প্রেসক্রিপশনে ওষুধের ব্র্যান্ডের নাম লেখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সম্প্রতি দেশটির ড্রাগ রেগুলেটরি অথরিটি (ডিআরএপি) একটি বিজ্ঞপ্তি দিয়ে এ নিষেধাজ্ঞা জারি করেছে।
ডিআরএপি'র বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক্তাররা যেন তাদের প্রেসক্রিপশনগুলোতে শুধুমাত্র ওষুধের আসল ফর্মুলা লেখে। এছাড়া ডিআরএপি ডাক্তারদের প্রেসক্রিপশনে ওষুধ প্রস্তুতকারকদের নাম লেখা বেআইনি। বেসরকারি ডাক্তারদের পাশাপাশি সরকারি ডাক্তাররা তাদের প্রেসক্রিপশনে ব্যয়বহুল দামের সঙ্গে একটি ওষুধের ব্র্যান্ডের নাম লেখেন। এটি একটি সাধারণ অভ্যাস হয়ে গেছে।