মন্তব্য
একসঙ্গে দুটি মাস্ক পরলে মানুষ বেশি সুরক্ষিত থাকবে। কারণ, তা করোনার জীবাণুর আকৃতির মতো ক্ষুদ্র কণা আটকে দেওয়ার ক্ষেত্রে প্রায় দ্বিগুণ কার্যকারিতা দেখাতে পারে বলে জানিয়েছে গবেষণা।
গবেষণাটি করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা (ইউএনসি) হেলথ কেয়ার। এতে, নেতৃত্ব দেন ইউএনসির স্কুল অব মেডিসিনের সংক্রামক ব্যাধির সহযোগী অধ্যাপক এমিলি সিকবার্ট। বিষয়টি নিয়ে রোববার প্রতিদেবন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।
গবেষণায় বলা হয়, দুটি মাস্ক পরলে কোন গ্যাপ থাকে না। ফলে করোনার জীবাণু মানুষের নাক ও মুখ পর্যন্ত পৌঁছাতে পারে না। এতে সংক্রমিত হওয়ার সম্ভাবনা একেবারেই কম। সার্জিক্যাল মাস্কের ওপর যদি কাপড়ের মাস্ক পরা হয়, তাহলে সুরক্ষার কার্যকারিতা ২০ শতাংশ পর্যন্ত বাড়ে ।