ড. ইউসুফ আল কারজাভি করোনা আক্রান্ত

১৯ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রবীণ মিসরীয় আলেম এবং বিশ্ববরেণ্য ইসলামি স্কলার শায়খ ড. ইউসুফ আল কারজাভি । কারজাভির অফিসিয়াল টুইটারে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

টুইট বার্তায় বলা হয়, শায়খ আল কারজাভির করোনা শনাক্ত হয়েছে। আল্লাহর অনুগ্রহে এখন তিনি সুস্থ আছেন এবং চিকিৎসা গ্রহণ করছেন। শুভানুধ্যায়ীদের কাছে নিজের সুস্থতার জন্য দোয়া কামনা করেছে তিনি। 

ইউসুফ আল কারজাভির ছেলে আবদুর রহমান তার বাবার করোনা শনাক্তের খবর নিশ্চিত করেছেন। আল কারজাভি করোনা টিকাও নিয়েছেন। সবার কাছে তিনি বাবার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

আরব নিউজ


মন্তব্য
জেলার খবর