মন্তব্য
করোনাভাইরাসের তাণ্ডবে মৃত্যুর হিসেবে যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান। প্রাণঘাতী ভাইরাসটির ধরন পাল্টে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। এমন পরিস্থিতিতে নারীদের উদ্দেশে বিশেষ পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ভাইরাসের নতুন ধরন ও অন্তঃসত্ত্বা নারীদের ওপর এর প্রভাব সম্পর্কিত গবেষণা নিয়ে কাজ করছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্তঃসত্ত্বা নারীদের ওপর ভাইরাসের নতুন ধরনগুলোর প্রভাবও বেশি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
মহামারির ভয়াবহ এ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার আগ পর্যন্ত নারীদের গর্ভধারণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাইমারি হেলথ কেয়ার সেক্রেটারি রাফায়েল কামারা।
দ্য গার্ডিয়ান