মন্তব্য
আইপিএলের কলকাতা নাইট রাইডার্স টিমের মালিক শাহরুখ খান ও জুহি চাওলা। জুহি চাওলা শাহরুখকে প্রথম দেখে হতাশ হয়েছিলেন। তাদের প্রথম দেখা হয়েছিল ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ সিনেমার সেটে।
জুহি চাওলা বলেন, ওই সিনেমার প্রযোজক আমাকে বলেছিলেন, তোমার হিরো ‘ফৌজি’ করে জনপ্রিয় হয়ে গিয়েছে। ওকে অনেকটা আমির খানের মতো দেখতে। আমি ভেবেছিলাম, চকোলেট ফেস, দারুণ দেখতে হবে হিরো, আমিরের মতো। সে কারণেই সিনেমাটি করতে রাজি হয়েছিলাম।
শাহরুখকে না দেখেই ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছিলেন জুহি। জুহি বলেন, সেটে পৌঁছে দেখলাম, রোগা কালো একটা ছেলে। মোটেই হিরোর মতো দেখতে না। আমি বলেছিলাম, কোন দিক থেকে ওকে আমিরের মতো দেখতে? এতো আমাকে ধোঁকা দিলেন আপনারা।