মন্তব্য
ভারতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। দেশটির বিপুল জনসংখ্যার বিপরীতে টিকার যোগান কম।
সেই সুযোগে মাঠে নেমেছে প্রতারক চক্র। তারা বিভ্রান্ত করে সাধারণ মানুষকে।
করোনা প্রতিষেধক রেমডিসিভির খালি ভায়ালে (কাঁচের শিশিতে) তরল প্যারাসিটামল ভরে তা টিকা হিসেবে বিক্রি শুরু করেছিল চক্রটি।
প্রতিটি টিকার দাম নেওয়া হচ্ছিল ৩৫ হাজার টাকা। পরে ওই চক্রটিকে গ্রেপ্তার করে দেশটির মহারাষ্ট্র রাজ্যের পুলিশ।
জিনিউজ