মন্তব্য
হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্রকে কেন্দ্র করে উত্তাল পাকিস্তান। ব্যাপক আন্দোলন চলছে। এর মধ্যে হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননাকারীদের কঠিন শাস্তির আবেদন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
টুইটারে তিনি লেখেন, ইউরোপে গণহত্যা সংক্রান্ত মন্তব্যে কঠিন শাস্তি দেওয়া হয়। এবার থেকে মুহাম্মদ (সা.)-কে অবমাননা করা হলে একই রকমের শাস্তি দেওয়া হোক সেখানে।
ইমরান খান লেখেন, বহু পাশ্চাত্য রাষ্ট্র এবং চরম ডানপন্থী সংগঠন বাকস্বাধীনতার নামে মুহাম্মদ (সা.)-কে লাগাতার অপমান করছে। এ ধরনের চিত্র বিরাটসংখ্যক মুসলিমের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে, সেটা ওই সংগঠনগুলো বুঝতে পারছে না। তাদের ক্ষমা চাওয়ার মতো সাহসও নেই। আমি এখনই তাদের ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।
সংবাদ প্রতিদিন